ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ ডিসেম্বর) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৯৬টির বা ৫১.৯৮ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে জিলবাংলা সুগারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস মঙ্গলবার জিলবাংলা সুগারের ক্লোজিং দর ছিল ১২৩ টাকা ১০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১১৬ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৮০ পয়সা বা ৫.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে জিলবাংলা সুগার ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের ৫.৫২ শতাংশ, আইসবি এমপ্লয়িজ-১ম মিউচুয়াল ফান্ডের ৪.২১ শতাংশ, ইমাম বাটনের ৪.০৪ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৩.৮৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ৩.৬৩ শতাংশ, ওয়ান ব্যাংকের ৩.৪৯ শতাংশ, খান ব্রাদার্স পিপি ব্যাগের ৩.২২ শতাংশ, একমি পেস্টিসাইডের ৩.২০ শতাংশ এবং বিআইএফসির ৩.১২ শতাংশ দর কমেছে।