পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সম্পদ পুনর্মূল্যায়ন করেছে। এবার মূলত ব্যাংকটির মালিকানাধীন প্লটের পুনর্মূল্যায়ন করা হয়েছে। জরীপ ও পরিদর্শন কোম্পানি লিমিটেড এই পুনর্মূল্যায়ন করেছে। ইতোমধ্যে ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই পরিদর্শন প্রতিবেদন অনুমোদন করেছে। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।
পুনর্মূল্যায়নে ব্যাংকটির সম্পদের মূল্য ৭ কোটি ৩৫ লাখ টাকা বেড়ে ৩৯৮ কোটি ৬৬ লাখ টাকা থেকে ৪০৬ কোটি ২ লাখ টাকা হয়েছে।