1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন

একীভূতকরণ স্কিমে ফার কেমিক্যালের বোর্ডের অনুমোদন

  • আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে একীভূতকরণের খসড়া স্কিমে অনুমোদন দিয়েছে মূল প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা বোর্ড। নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার ও হাইকোর্টের অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

সিকিউরিটিজ আইন লঙ্ঘন ও আর্থিক প্রতিবেদনে অসংগতি থাকায় গত বছর এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন বাতিল করা হয়। তবে এ কোম্পানিকেই একীভূত করার বিষয়ে গত মাসের শুরুতে সিদ্ধান্ত নেয় ফার কেমিক্যালের পর্ষদ, যার খসড়া একীভূতকরণের স্কিম পর্ষদের অনুমোদন পেল। এ স্কিম সফলভাবে সম্পন্ন হলে এসএফ টেক্সটাইলের সব দায় ও সম্পদ অধিগ্রহণের মাধ্যমে ফার কেমিক্যালের সঙ্গে একীভূত করা হবে।

প্রাপ্ত তথ্য মতে , এসএফ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের প্রডাকশন ইউনিট নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফার কেমিক্যালের নিজস্ব জমিতে অবস্থিত। কোম্পানিটি ২০১৬ সাল থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছে। ৪২ হাজার ২৫০ স্পিন্ডল কটন, ভিসকস ও সিভিসি ইয়ার্ন স্পিনিং উৎপাদনের সক্ষমতা রয়েছে এসএফ টেক্সটাইলের।

এদিকে কুমিল্লা ইপিজেডে অবস্থিত ডিসপোজাল কেমিক্যাল কারখানা স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে ফার কেমিক্যালের পরিচালনা পর্ষদ। ডিসপোজাল কারখানার শেড, প্লান্ট ও অন্যান্য সরঞ্জাম রূপগঞ্জে কোম্পানিটির নিজস্ব জমিতে স্থানান্তর করতে চায় কোম্পানিটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর এটি বাস্তবায়ন করা হবে।

ডিএসইতে গতকাল ফার কেমিক্যালের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১১ টাকা ৪০ পয়সা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪