আজ বুধবার (২৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, ড্রাগন সোয়েটা, ইজেনারেশন, ফু-ওয়াং ফুডস, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেস, মেট্রো স্পিনিং, কুইন সাউথ টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, সমরিতা হসপিটাল, স্ট্যান্ডার্ড সিরামিক, সানলাইফ ইন্স্যুরেন্স, তুংহাই নিটিং এবং ভিএফএস থ্রেড ডাইং। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , কোম্পানিগুলোর মধ্যে বিকন ফার্মার বেলা ১১টায়, ড্রাগন সোয়েটারের সকাল সাড়ে ১০টায়, ইজেনারেশনের বেলা ১১টায়, ফু-ওয়াং ফুডসের বেলা ১১টায়, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিক্যাল ডিভাইসেসের বেলা ১১টায়, মেট্রো স্পিনিংয়ের বেলা সাড়ে ১১টায়, কুইন সাউথ টেক্সটাইলের সকাল ১০টায়, সাইফ পাওয়ারটেকের বেলা ১১টায়, শমরিতা হসপিটালের বেলা সাড়ে ১১টায়, স্ট্যান্ডার্ড সিরামিকের সকাল সাড়ে ১০টায়, সানলাইফ ইন্স্যুরেন্সের বিকাল ৪টায়, তুংহাই নিটিংয়ের সকাল সাড়ে ৯টায় এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের এজিএম দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে।