1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

শেয়ার ইস্যু করবে সাবমেরিন কেবল

  • আপডেট সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) সরকারের অনুকূলে ১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি থেকে এই তথ্য জানা যায় ।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্ট কাউন্সিলের নির্দেশনার প্রেক্ষিতে কোম্পানিটি সরকারের অনুকূলে এই শেয়ার ইস্যু করবে।

কোম্পানিটির শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর এই শেয়ার ইস্যু করবে কোম্পানিটি।

গত বছর সাবমেরিন কেবল কোম্পানি শেয়ারের প্রকৃত মূল্য নির্ধারণ করার জন্য ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে ইস্যু ম্যানেজার হিসাবে নিয়োগ করা হয়।

ইস্যু ম্যানেজারের পরামর্শ মোতাবেক কোম্পানিটি সরকারের কাছ থেকে শেয়ার ইস্যু বাবদ ইতোমধ্যে ১৬৬ কোটি টাকা পেয়েছে। ‘রিজিয়নাল সাবমেরিন টেলিকমনিকেশন প্রকেজক্ট’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের জন্য কোম্পানিটি সরকারের কাছ থেকে এই টাকা গ্রহণ করে।

গত অর্থবছরের শেষদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ছিল ১১০ টাকা ২০ পয়সা। এই দরে ১২ কোটি ৭০ লাখ শেয়ার ইস্যু করা হবে।

অবশিষ্ট শেয়ার ১২০ টাকা ১০ পয়সা দরে ইস্যু করা হবে বলে কোম্পানি সূত্রে জানা যায়।

এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল কাউন্সিল কোম্পানিটিকে বলেছিল, যেহেতু কোম্পানিটি সরকারের কাছ থেকে অর্থ পেয়েছে, সেই অর্থ আগামী ৬ মাসের মধ্যে শেয়ারে রুপান্তরিত করে পরিশোধিত মূলধনে অর্ন্তভূক্ত করতে হবে। সেই মোতাবেক কোম্পানিটি শেয়ারহোল্ডারদের স্বার্থ অক্ষুন্ন রেখে বাজার দরে সরকারের অনুকূলে শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিটির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬৪ কোটি ৯০ লাখ ৫ হাজার ৫১০ টাকা। এরমধ্যে সরকারের কাছে রয়েছে ৭৩.৮৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৫.৩৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২.৭৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮.০৬ শতাংশ শেয়ার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে কমেছে লেনদেন

  • ২৩ ডিসেম্বর ২০২৪