পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।
এজিএমে কোম্পানি কর্তৃক ঘোষিত শুধু সাধারণ শেয়ারহোল্ডারগণের জন্য ৫ শতাংশ ক্যাশ লভ্যাংশের প্রস্তাবসহ অনান্য এজেন্ডা অনুমোদন করেন অংশগ্রহণকারী শেয়ারহোল্ডাররা।
সভায় হামিদ ফেব্রিক্স এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ. এইচ. এম মোজাম্মেল হক সভাপতিত্ব করেন।
এজিএমে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, পরিচালনা পর্ষদের সদস্যগন এবং শেয়ার হোল্ডারগন উপস্থিত ছিলেন।
সভাটি সঞ্চালন করেন কোম্পানি সচিব এস. এম. মিজানুর রহমান।