শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫৮টি কোম্পানির গেলো সপ্তাহে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে ৩০ জুন, ২০২১ অর্থবছরের জন্য ৪১টি কোম্পানির লভ্যাংশ অনুমোদন হয়েছে।
কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ কর্তৃক প্রস্তাবিত ও সুপাশিতকৃত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা শেয়ারহোল্ডাররা অনুমোদন দিয়েছে। এছাড়াও লভ্যাংশ ঘোষণা করেনি এমন ১৭টি কোম্পানির এজিএম অনুষ্ঠিত হয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এই তথ্য জানা গেছে।
লভ্যাংশ অনুমোদন দেওয়া ৪১টি কোম্পানির মধ্যে রয়েছে- লিগাসী ফুটওয়ার ১ শতাংশ ক্যাশ, এএফসি এগ্রো ০.৫০ শতাংশ ক্যাশ, একটিভ ফাইন ০.৫০ শতাংশ ক্যাশ, ইন্দোবাংলা ফার্মা ৪ শতাংশ ক্যাশ (কেবল সাধারণ বিনিয়োগকারীদের জন্য) এবং ৩ শতাংশ বোনাস (সবার জন্য), গোল্ডেন হার্ভেস্ট ৫ শতাংশ ক্যাশ (কেবল সাধারণ বিনিয়োগকারীদের জন্য), শেফার্ড ইন্ডাস্ট্রিজ ২.৫ শতাংশ ক্যাশ এবং ২.৫ শতাংশ বোনাস, এমএল ডাইং ১০ শতাংশ ক্যাশ, ড্যাফোডিল কম্পিউটার ৬ শতাংশ ক্যাশ, মোজাফ্ফর হোসান ৩ শতাংশ ক্যাশ, শাশা ডেনিমস ১০ শতাংশ ক্যাশ, এসকে ট্রিমস ৫ শতাংশ ক্যাশ, অলিস্পিক এক্সেসোরিজ ১ শতাংশ ক্যাশ, সিমটেক্স ৪ শতাংশ ক্যাশ, জিবিবি পাওয়ার ১১.৫০ শতাংশ ক্যাশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ ২.৫ শতাংশ ক্যাশ এবং ২.৫ শতাংশ বোনাস, রানার অটো ১০ শতাংশ ক্যাশ, মীর আক্তার ১২.৫০ শতাংশ ক্যাশ, তমিজউদ্দিন টেক্সটাইল ২০ শতাংশ ক্যাশ, বিএসআরএম ৫০ শতাংশ ক্যাশ, শাইনপুকুর সিরামিক ২.৫০ শতাংশ ক্যাশ, বেক্সিমকো ফার্মা ৩৫ শতাংশ ক্যাশ, বেক্সিমকো লিমিটেড ৩৫ শতাংশ ক্যাশ, ফার ইস্ট নিটিংয় ১০ শতাংশ ক্যাশ, সোনালী আশ ১০ শতাংশ ক্যাশ, ইন্ট্রাকো রিফুয়েলিং ২ শতাংশ ক্যাশ (কেবল সাধারণ বিনিয়োগকারীদের জন্য) এবং ৮ শতাংশ বোনাস (সকল বিনিয়োগকারীদের জন্য), অ্যাসোসিয়েট অক্সিজেন ৫ শতাংশ ক্যাশ (কেবল সাধারণ বিনিয়োগকারীদের জন্য) এবং ৭ শতাংশ বোনাস (সকল বিনিয়োগকারীদের জন্য), ইফাদ অটো ১১ শতাংশ ক্যাশ, দেশ গার্মেন্টস ৫ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ বোনাস, আরামিট ৫০ শতাংশ ক্যাশ, ন্যাশনাল পলিমার ১০ শতাংশ ক্যাশ, কনফিডেন্স সিমেন্ট ২৫ শতাংশ ক্যাশ, ফার কেমিক্যাল ১ শতাংশ ক্যাশ, আমান কটোন ১১ শতাংশ ক্যাশ, আমান ফিড ১৫ শতাংশ ক্যাশ, জিপিএইচ ইস্পাত ২০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস, আনলিমা ইয়ার্ণ ২ শতাংশ ক্যাশ, বিবিএস ২ শতাংশ ক্যাশ, বিবিএস ক্যাবলস ১০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ বোনাস, ওরিয়ন ফার্মা ১২ শতাংশ ক্যাশ, কে অ্যান্ড কিউ ৫ শতাংশ ক্যাশ এবং বিডি ল্যাম্প ২০ শতাংশ ক্যাশ।