প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে (১২-১৫ ডিসেম্বর) মার্কেট মুভার বা টার্নওভার তালিকায় ছিল- ওয়ান ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, জিএসপি ফাইন্যান্স, জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার, সাইফ পাওয়ারটেক, ডেলটা লাইফ ইন্সুরেন্সে, আইএফআইসি ব্যাংক এবং সেনাকল্যাণ ইন্সুরেন্স।
বিদায়ী সপ্তাহে (১৯-২৩ ডিসেম্বর) ডিএসইতে মার্কেট মুভারের তালিকায় রয়েছে- বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস, এশিয়া ইন্সুরেন্স, জিএসপি ফাইন্যান্স, সেনাকল্যাণ ইন্সুরেন্স, আইএফআইসি ব্যাংক এবং সাইফ পাওয়ারটেক।
বিদায়ী সপ্তাহে মার্কেট মুভারের তালিকায় নতুন করে উঠে এসেছে এশিয়া ইন্সুরেন্স। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।
গেল সপ্তাহের লেনদেন তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে এশিয়া ইন্সুরেন্স। কোম্পানিটির ৮৩ লাখ ৩৩ হাজার ৯০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৩ লাখ টাকার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৮৭ টাকা ৩০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৫ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে কোম্পানিটির দর বেড়েছে ২৮ টাকা ৬০ পয়সা বা ৩২.৭৬ শতাংশ। সর্বশেষ শেয়ারদর অনুযায়ি কোম্পানিটির পিই রেশিও দাঁড়িয়েছে ২৭.৩৩ পয়েন্টে।