শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) গত দশ বছরের মধ্যে সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি এর আগে ২০১০ সালে সর্বোচ্চ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো ৫০ শতাংশ ক্যাশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, দশ বছর আগেও বেক্সিমকোর বিভিন্ন ব্যবসা বৃদ্ধির ফলে কোম্পানিটি বেশ আলোচনায় ছিলো। বর্তমানেও ঠিক সেভাবেই কোম্পানিটির সাবসিডারি কোম্পানিসহ সবগুলো কোম্পানির আয় বেড়েছে। সেই আয় মুল কোম্পানির সাথে যোগ হয়ে ভালো ডিভিডেন্ড দিয়েছে। শেয়ার দরেও কোম্পানিটি অনেক এগিয়েছে। যে কারণে বিনিয়োগকারীদের মধ্যে কোম্পানিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আগের বছর ২০২০ সালে কোম্পানিটির ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিলো। সে তুলোনায় ৩০ জুন সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ডিভিডেন্ড বেড়েছে ৭ গুণ।
সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫১ টাকা ১০ পয়সায়। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী কোম্পানিটির পিই রেমিও অবস্থান করছে ৯.১৯ পয়েন্টে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ১১ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ১৪ পয়সা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে আগের বছরের তুলোনায় ৩ টাকা ৯৭ পয়সা বা প্রায় ৩০ গুণ।