পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন পেয়েছে। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির ৪৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়। কোম্পানির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের সভাপতিত্ব সভায় উত্থাপিত সব এজেন্ডা শেয়ারহোল্ডাররা অনুমোদন করেন।
চলতি ২০২১-২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ভালো ব্যবসা করেছে কোম্পানিটি। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় হয়েছে ৮৪৬ কোটি ৯৩ লাখ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে আয় হয়েছিল ৬৯২ কোটি ৫৯ লাখ টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ২২ শতাংশ।