1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন

পতনেও দাপট দেখাল ১০ কোম্পানি

  • আপডেট সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
share-44

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯-২৩ ডিসেম্বর) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৮১৪ কোটি ৬৬ লাখ ১২ হাজার ৪৯ টাকার শেয়ার ও ইউনিট। এরমধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ১ হাজার ২৪৫ কোটি ৮৪ লাখ ৩৮ হাজার টাকা। যা ডিএসই লেনদেনের ৩২.৬৬ শতাংশ। ডিএসই সুত্রে এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, ফরচুন সুজ, সোনালী পেপার, জেনেক্স ইনফোসিস, এশিয়া ইন্সুরেন্স, জিএসপি ফাইন্যান্স, সেনাকল্যাণ ইন্সুরেন্স, আইএফআইসি ব্যাংক এবং সাইফ পাওয়ারটেক।

লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪০ কোটি ৫১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১১.৫৫ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ১০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৯ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.১৯ শতাংশ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ৭ হাজার ৫৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৮০ লাখ ১৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.০১ শতাংশ।

গেল সপ্তাহের লেনদেন তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে সোনালী পেপার। কোম্পানিটির ১৩ লাখ ৩৫ হাজার ৯৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৯ কোটি ৮১ লাখ ২৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৮৮ শতাংশ।

লেনদেনের তালিকার পঞ্চম স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিসে। কোম্পনিটির ৫২ লাখ ৩৫ হাজার ৮২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৯ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৩৬ শতাংশ।

এশিয়া ইন্সুরেন্স লেনদেন তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছে। কোম্পানিটির ৮৩ লাখ ৩৩ হাজার ৯০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৩ লাখ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৩১ শতাংশ।

জিএসপি ফাইন্যান্স লেনদেন তালিকার সপ্তম স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৭০৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭১ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৮৮ শতাংশ।

সেনাকল্যাণ ইন্সুরেন্স সাপ্তাহিক লেনদেন তালিকার অষ্টম অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৭৬ লাখ ৯৩ হাজার ৪৪৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৫ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৭২ শতাংশ।

লেনদেনের তালিকার নবম স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক কোম্পনিটির ৩ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৪৭৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৭ কোটি ৭৪ লাখ ৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৫১ শতাংশ।

সাইফ পাওয়ারটেক সাপ্তাহিক লেনদেনের তালিকায় দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ১৯ লাখ ২২ হাজার ৫৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৮ কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.২৬ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

ব্যাংক খাতে আমানত কমেছে

  • ১৭ অক্টোবর ২০২৪