বিদায়ী সপ্তাহে (১৯-২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯৫টির বা ৭৬.৪২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে একমি পেস্টিসাইডের। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে একমি পেস্টিসাইডের দর ছিল ৩১ টাকা ৪০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৭ টাকা ১০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৪ টাকা ৩০ পয়সা বা ১৩.৬৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে একমি পেস্টিসাইড ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে বীচ হ্যাচারীর ১৩.৫৮ শতাংশ, এসএস স্টিলের ১৩.০৮ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ১০.৮০ শতাংশ, খুলনা পাওয়ারের ১০.৫৭ শতাংশ, রেকিট বেনকিজারের ১০.৪৪ শতাংশ, মালেক স্পিনিংয়ের ১০.২৮ শতাংশ, মেঘনা পেটের ১০.০৯ শতাংশ, আরএসআরএম স্টিলের ১০.০৯ শতাংশ এবং গোল্ডেনসনের ৯.৩০ শতাংশ।