বিদায়ী সপ্তাহে (১৯-২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮১টির বা ২০.৯৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে এশিয়া ইন্সুরেন্সের। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এশিয়া ইন্সুরেন্সের ক্লোজিং দর ছিল ৮৭ টাকা ৩০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১৫ টাকা ৯০ পয়সা। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৮ টাকা ৬০ পয়সা বা ৩২.৭৬ শতাংশ। এর মাধ্যমে এশিয়া ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১৬.৩৪ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ১৫.২৪ শতাংশ, অগ্রণী ইন্সুরেন্সের ১৩.১১ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ১২.২১ শতাংশ, স্টাইলক্রাফটের ১২.২০ শতাংশ, প্রগতি লাইফ ইন্সুরেন্সের ১১.১৪ শতাংশ, সোনালী পেপারের ১০.৯২ শতাংশ, সোনারবাংলা ইন্সুরেন্সে ১০.৪৫ শতাংশ এবং জনতা ইন্সুরেন্সের ১০.১৪ শতাংশ শতাংশ দর বেড়েছে।