ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯-২৩ ডিসেম্বর) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৪০ কোটি ৫১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
সপ্তাহজুড়ে কোম্পানিটি ২ কোটি ৮৭ লাখ ২৮ হাজার ৯৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১১.৫৫ শতাংশ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৪১ লাখ ৬২ হাজার ১০৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫৯ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ৭ হাজার ৫৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪ কোটি ৮০ লাখ ১৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের ১০৯ কোটি ৮১ লাখ ২৪ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসে ৮৯ কোটি ৮৭ লাখ ৪৬ হাজার টাকার, এশিয়া ইন্সুরেন্সের ৮৮ কোটি ৩ লাখ টাকার, জিএসপি ফাইন্যান্সের ৭১ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকার, সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৬৫ কোটি ৪৮ লাখ ৮৯ হাজার টাকার, আইএফআইসি ব্যাংকের ৫৭ কোটি ৭৪ লাখ ৩ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৪৮ কোটি ১৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।