শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আগের অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৭২ পয়সা।
অর্থাৎ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৭২ কোটি ৩ লাখ টাকা নীট মুনাফা করেছে, যা আগের বছরের চেয়ে ৩০ কোটি ৫৬ লাখ টাকা বা প্রায় ৭৪ শতাংশ বেশি।
আলোচ্য সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৬০ টাকা ২৮ পয়সা। যা আগের বছর ছিল ৫৬ টাকা ০৩ পয়সা।
কোম্পানির ৩১০তম বোর্ড সভায় এই ডিভিডেন্ড ঘোষণা করা হয়। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় নৌ-পরিবহন সচিব মেজবাহ উদ্দীন চৌধুরী ও শিপিং শিপিং করপোরেশনের ব্যাবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ শিব্বির সভায় উপস্থিত ছিলেন।
আগামী ২৭ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জানুয়ারি। সভার স্থান পরবর্তীতে জানানো হবে।