সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত সব খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। তবে তিন খাতের শতভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায় ।
খাত তিনটি হলো : সিরামিক, পাট এবং সেবা ও আবাসন খাত।
সিরামিক খাতের তারিকাভুক্ত পাঁচটি কোম্পানি রয়েছে। সবগুলোর শেয়ার দরই আজ কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৫.৩০ টাকা কমেছে স্ট্যান্ডার্ড সিরামিকের। দ্বিতীয় সর্বোচ্চ মুন্নু সিরামিকের ৩.৮০ টাকা এবং তৃতীয় সর্বোচ্চ ০.৫০ টাকা শেয়ার দর কমেছে ফু-ওয়াং এবং শাইনপুকুর সিরামিকের।
পাট খাতে তিনটি কোম্পানি রয়েছে। কোম্পানি তিনটির মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ২১.৫০ টাকা কমেছে সোনালি আশেঁর। দ্বিতীয় সর্বোচ্চ নর্দান জুটের ১২.৫০ টাকা আর তৃতীয় সর্বোচ্চ জুট স্পিনার্স কোম্পানির শেয়ার দর ২.৮০ টাকা কমেছে।
সেবা ও আবাসন খাতের চারটি কোম্পানি রয়েছে। সবগুলোর শেয়ার দরই আজ কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ০.৮০ টাকা কমেছে সাইফ পাওয়ারের। দ্বিতীয় সর্বোচ্চ ০.৫০ টাকা ইস্ট্রান হাউজিং এবং তৃতীয় সর্বোচ্চ ০.৩০ টাকা শেয়ার দর কমেছে সামিট অ্যালায়েন্সের।