1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

এক দিন পরেই সূচকের পতন, বিমা খাতের ভালো দিন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
insurence

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিন উত্থানের পর গতকাল আবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় টাকার অঙ্কে লেনদেন কিছুটা বেড়েছে। গত মঙ্গলবার সূচক বেড়ে লেনদেন হওয়ায় আশাবাদী হয়ে উঠেছিলেন বিনিয়োকারীরা। কিন্তু গতকালের লেনদেন হতাশা যেন আরও বাড়িয়ে দিয়েছে। পতনের দিন গতকাল যে লেনদেন হয়েছে, তাতে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল বিবিধ, বিমা ও ব্যাংক খাত। বিমা খাতের সব কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বাড়তে দেখা গেছে।

পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে ছয়টি নির্দেশনা-সংবলিত চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। মনে করা হচ্ছিল, এতে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে। বিনিয়োগ বাড়বে। মঙ্গলবারের লেনদেনে সেরকমই ইঙ্গিত খুঁজে পাচ্ছিলেন কেউ কেউ। তবে গতকাল দিন শেষে তা ভুল প্রমাণিত হয়।

ডিএসই’তে ৭৬৭ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১১৫ কোটি ৪৫ লাখ টাকা বেশি। মঙ্গলবার লেনদেন হয়েছিল ৬৫২ কোটি এক লাখ টাকা। গতকালের লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বিবিধ খাত। আগের কার্যদিবসেও শীর্ষে ছিল খাতটি। গতকাল এ খাতের অবদান দাঁড়ায় ১৫ দশমিক ৩৬ শতাংশ। আগের কার্যদিবসে এটি ছিল ১৭ দশমিক ২৭ শতাংশ। গতকাল আটটি কোম্পানির শেয়ারদর বাড়ার বিপরীতে কমেছে পাঁচটির।

দ্বিতীয় অবস্থানে থাকা বিমা খাতের অবদান দাঁড়ায় ১৩ দশমিক ৪১ শতাংশ। আগের কার্যদিবসে এটি ছিল ছয় দশমিক ৯১ শতাংশ। গতকাল লেনদেনে এ খাতের ৩৯টি কোম্পানি অংশ নেয়। সবগুলোর শেয়ারদর বাড়তে দেখা গেছে।

তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক খাতের অবদান ছিল ১০ দশমিক ৮২ শতাংশ। আগের কার্যদিবসে এ খাতের অবদান ছিল ১১ দশমিক ৮৩ শতাংশ। গতকাল এ খাতের বেশিরভাগ কোম্পানির দরপতন হতে দেখা গেছে। ২২টি কোম্পানির শেয়াদর হ্রাসের বিপরীতে পাঁচটি করে কোম্পানির শেয়ারদর বাড়তে ও অপরিবর্তিত থাকতে দেখা গেছে।

চতুর্থ অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের অবদান দাঁড়ায় আট দশমিক ৬১ শতাংশ। গতকাল এ খাতের ২৩টি কোম্পানির শেয়ারদর হ্রাস পেয়েছে। এর বিপরীতে বেড়েছে ছয়টির ও অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির শেয়ারদর। আগের কার্যদিবসে এ খাতের অবদান ছিল ১০ দশমিক ৬৮ শতাংশ।

পঞ্চম অবস্থানে থাকা পেপার ও প্রিন্টিং খাতের অবদান ছিল সাত দশমিক ৪৪ শতাংশ। বস্ত্র খাতকে টপকে পঞ্চম স্থানে জায়গা করে নেয়া এ খাতের চারটি কোম্পানির শেয়ারদর হ্রাসের বিপরীতে বেড়েছে দুটির। আগের কার্যদিবসে এ খাতের অবদান ছিল দুই দশমিক ৬৯ শতাংশ। এছাড়া গতকালের লেনদেনে এর পরেই ছিল বস্ত্র, খাদ্য, আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি ও অন্যান্য খাত।

ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৮৬টির ও অপরিবর্তিত ছিল ৪৯টির। এর প্রভাবে ওঠানামার মধ্য দিয়ে শেষ পর্যন্ত দুই পয়েন্ট হ্রাস পেয়েছে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স। অবশ্যই লেনদেনের শুরু আধা ঘণ্টার মধ্যে সূচক আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়েছিল। এরপর বাড়া-কমার মাধ্যমে দিনশেষে দুই পয়েন্ট হ্রাস পেয়ে এর অবস্থান দাঁড়ায় ছয় হাজার ৭৫৪ পয়েন্টে। এছাড়া অপর দুই সূচক ডিএস৩০ এবং ডিএসইএস বা শরিয়াহ্ সূচকও দুই পয়েন্ট করে হ্রাস পেয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

দরপতনের শীর্ষে ফাইন ফুডস

  • ৭ জানুয়ারী ২০২৫