পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা লিমিটেডের ৫৬তম বার্ষিক সাধারণ সভা এবং বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটির এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ২০২০-২১ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরনী ও কোম্পানীর সার্বিক কার্যক্রমের উপর আলোচনা করা হয় এবং আলোচ্যসূচীসমুহ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
আলোচ্য সভায় ২০২০-২১ অর্থ বৎসরের জন্য ১২ শতাংশ হারে নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওবায়দুল করিম। সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মিসেস জেরীন করিম, পরিচালক মিসেস আরজুদা করিম, পরিচালক সালমান ওবায়দুল করিম, স্বতন্ত্র পরিচালক জনাব মোঃ শাফিকুর রহমান এবং জনাব এ.এন.এম. আবুল কাশেম, কোম্পানী সচিব মোঃ ফেরদাউস জামান, এবং সিএফও মিসেস মনোয়ারা খাতুন।