নভেম্বর মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানিতে বিদেশি বিনিয়োগ কমেছে। কোম্পানিতে ৩.০৩ শতাংশ থেকে ০.১১ শতাংশ পর্যন্ত বিদেশী বিনিয়োগ কমেছে।। কোম্পানিগুলোর শেয়ার থেকে বিদেশি বিনিয়োগকারীরা ক্যাপিটাল গেইন নেওয়ার কারণে গত এক মাসে কোম্পানিগুলোতে বিদেশি বিনিয়োগের এমন পরিবর্তন এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এই তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , বিদেশি বিনিয়োগ কমা এই নয় কোম্পানির মধ্যে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ভিএফএস থ্রেড, আইডিএলসি ফাইন্যান্স, ওরিয়ন ইনফিউশন, বেক্সিমকো ফার্মা, ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, কুইনসাউথ টেক্সটাইল, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স এবং জেমিনী সী ফুড লিমিটেড। এই নয় কোম্পানির মধ্যে গেলো মাসে বিদেশিদের বিনিয়োগ সবচেয়ে বেশি কমেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজে। এরপরের অবস্থানে রয়েছে ভিএফএস থ্রেড ইন্ডাস্ট্রিজ এবং আইডিএলসি ফাইন্যান্স। নিন্মে কোম্পানিগুলোর তথ্য নিচে তুলে ধরা হলো।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ: কোম্পানিটির গত একমাসে বিদেশি বিনিয়োগ কমেছে ৩.০৩ শতাংশ। অক্টোবরে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ১৮.২২ শতাংশ। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ১৫.১৯ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ২৩.০৮ পয়েন্টে।
চলতি অর্থবছরেরপ্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিলো ২৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৬ পয়সা।
ভিএফএস থ্রেড: কোম্পানিটির গত একমাসে বিদেশি বিনিয়োগ কমেছে ১.৫১ শতাংশ। অক্টোবরে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ১৮.১৯ শতাংশ। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ১৬.৬৮ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৩.১৯ পয়েন্টে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ৩৮ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ১০ পয়সা।
আইডিএলসি ফাইন্যান্স: কোম্পানিটির গত একমাসে বিদেশি বিনিয়োগ কমেছে ০.৮৩ শতাংশ। অক্টোবরে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ৭.৯০ শতাংশ। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ৭.০৭ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১১.১৪ পয়েন্টে।
চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪ টাকা ০২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ৪ টাকা ০২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৪১ টাকা ০৯ পয়সা।
ওরিয়ন ইনফিউশন: কোম্পানিটির গত একমাসে বিদেশি বিনিয়োগ কমেছে ০.৫০ শতাংশ। অক্টোবরে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ০.৭৮ শতাংশ। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ০.২৮ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৩২.০৫ পয়েন্টে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭২ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ৪৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৮১ পয়সা।
বেক্সিমকো ফার্মা: কোম্পানিটির গত একমাসে বিদেশি বিনিয়োগ কমেছে ০.৫০ শতাংশ। অক্টোবরে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ৩০.০৮ শতাংশ। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ২৯.৫৮ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৫.০১ পয়েন্টে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ২ টাকা ৪১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮৬ টাকা ৩১ পয়সা।
জেমিনী সী ফুড: কোম্পানিটির গত একমাসে বিদেশি বিনিয়োগ কমেছে ০.১২ শতাংশ। অক্টোবরে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ০.২০ শতাংশ। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ০.০৮ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৪৯.০৪ পয়েন্টে।
চলতি অর্থবছরেরপ্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিলো ৪ টাকা ৬৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২ টাকা ৪৯ পয়সা।
ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক: কোম্পানিটির গত একমাসে বিদেশি বিনিয়োগ কমেছে ০.১৪ শতাংশ। অক্টোবরে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ২.০১ শতাংশ। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ১.৮৭ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ৭.৬২ পয়েন্টে।
চলতি অর্থবছরেরতিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৩০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ১ টাকা ২৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮ টাকা ৮৪ পয়সা।
গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স: কোম্পানিটির গত একমাসে বিদেশি বিনিয়োগ কমেছে ০.১৪ শতাংশ। অক্টোবরে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ৮ শতাংশ। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ৭.৮৬ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৫.০১ পয়েন্টে।
চলতি অর্থবছরেরতিন প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৬৩ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ৩ টাকা ৫৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৮ টাকা ৭৩ পয়সা।
কুইনসাউথ টেক্সটাইল: কোম্পানিটির গত একমাসে বিদেশি বিনিয়োগ কমেছে ০.১১ শতাংশ। অক্টোবরে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিলো ৩.০৯ শতাংশ। নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ কমে অবস্থান করছে ২.৯৮ শতাংশে। সর্বশেষ কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৭.৩৬ পয়েন্টে।
চলতি অর্থবছরেরপ্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিলো ২৯ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৬৬ পয়সা।