পুঁজিবাজারে তালিকাভুক্ত ১১ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায় ।
কোম্পানিগুলো হলো : অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট, আরামিট, এসোসিয়েটেড অক্সিজেন, দেশ গার্মেন্টস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, ইফাদ অটোস, ইন্ট্রাকো, ন্যাশনাল পলিমার, সোনালী আঁশ।
কোম্পানিগুলোর মধ্যে অলটেক্স ইন্ডাস্ট্রিজের বেলা ১১টায়, আরামিট সিমেন্টের দুপুর ১২টায়, আরামিটের সকাল ১০টায়, এসোসিয়েটেড অক্সিজেনের বিকাল ৩টায়, দেশ গার্মেন্টসের দুপুর সোয়া ১২টায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বেলা ১১টায়, ফাইন ফুডসের দুপুর ১২টায়, ইফাদ অটোসের দুপুর ১২টায়, ইন্ট্রাকোর বেলা সাড়ে ১১টায়, ন্যাশনাল পলিমারের বেলা ১১টায় এবং সোনালী আঁশের এজিএম বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর বোর্ড সভায় সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হতে পারে।