সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবারও পুঁজিবাজারে বড় পতন হয়েছে। বড় পতেনর মধ্যেও সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় লেনদেন হয়েছে তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠান। এগুলো হলো- মনোস্পুল পেপার, পেপার প্রসেসিং, এশিয়া ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড এবং ইস্টার্ন লুব্রিক্যান্টস লিমিটেড। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়ে শীর্ষে অবস্থান করছে মনোস্পুল পেপার। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ১০ বা ৯.৭৬ শতাংশ বেড়ে সর্বশেষ ১৯২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৭৮ টাকা থেকে ১৯২ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে।
দর বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে পেপার প্রসেসিং। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৮ টাকা ২০ বা ৯.৩৭ শতাংশ বেড়ে সর্বশেষ ২১২ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৯৬ টাকা ৯০ পয়সা থেকে ২১৩ টাকা ৫০ পয়সায় ওঠানামা করে।
দর বৃদ্ধির ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৯০ বা ৯.২৭ শতাংশ বেড়ে সর্বশেষ ১০৪ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৯৮ টাকা ১০ পয়সা থেকে ১০৫ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে।
দর বৃদ্ধির ক্ষেত্রে চতুর্থ স্থানে রয়েছে ন্যাশনাল টি কোম্পানি। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪৪ টাকা ৩০ বা ৭.৫০ শতাংশ বেড়ে সর্বশেষ ৬৩৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫৯২ টাকা থেকে ৬৩৫ টাকা ১০ পয়সায় ওঠানামা করে। আজ কোম্পানিটির বিক্রেতা সঙ্কটে হল্টেড ছিল।
দর বৃদ্ধির ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৬০ বা ৭.০৬ শতাংশ বেড়ে সর্বশেষ ৯ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। এদিন কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৬ পয়সা থেকে ৯ টাকা ২০ পয়সায় ওঠানামা করে।
দর বৃদ্ধির ক্ষেত্রে চতুর্থদশ স্থানে রয়েছে ইস্টার্ন লুব্রিক্যান্টস। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৬৬ টাকা ৯০ বা ৫.০০ শতাংশ বেড়ে সর্বশেষ ৩ হাজার ৫০৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়. যা শেষ পর্যন্ত হল্টেড ছিল।