1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৫৯ পূর্বাহ্ন

পুঁজিবাজার গতিশীল হওয়ার ইঙ্গিত , সূচক ও লেনদেনে ইতিবাচক প্রভাব

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
up-2

উত্থান-পতনের ধারাবাহিকতায় চলছে পুঁজিবাজার। ধীরে ধীরে গতিশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে পুঁজিবাজার। সূচক ও লেনদেনও রয়েছে ইতিবাচক প্রভাব। 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫.৬৪ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ৪ হাজার ৮৫.৭৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৪৮.৩২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭২.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৫২ কোটি ৮৯ লাখ ১০ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে  অবস্থান করে ৪ হাজার ৭০.১৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯৪৪.০৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৬৪.৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৩টির, কমে ১৭টির এবং অপরিবর্তিত থাকে ২০৩টির। আর দিন শেষে লেনদেন হয় ২৪০ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২ কোটি ৪১ লাখ ৫৭ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৪৪.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৬২১.৯১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৪০ শতাংশ বা ২৮.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৪৪.৯১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার ৫৮ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬ কোটি ২৯ লাখ ২৬ হাজার ১১২ টাকা। গতকালকের তুলনায় সিএসইতে লেনদেন কমেছে ৪১ লাখ ৮৩ হাজার ৫৪ টাকা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে চলছে লেনদেন

  • ২০ নভেম্বর ২০২৪