আগেরদিনের মতো আজ সোমবারও পুঁজিবাজারে সব সূচকের পতন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৪৬ পয়েন্টের বেশি। এদিন লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই থেকে এতথ্য জানা যায় ।
আজ ডিএসইর ২০ খাতের মধ্যে নয় খাতের শেয়ার দরে বড় পতন হয়েছে। আগেরদিনও আজকের পতন হওয়া খাতগুলোর শেয়ারদর বিপর্যস্ত ছিল। খাতগুলো হলো- বিবিধ, ওষুধ ও রসায়ন, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, আর্থিক, বস্ত্র, ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক।
বিবিধ খাত : এখাতে ১৪টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১২টির বা ৯২.৮৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১টির বা ৭.১৪ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে খান ব্রাদার্স পিপি ব্যাগের ৬.৫২ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৫.০৪ শতাংশ, এসকে ট্রিমসের ২.৩৮ শতাংশ।
ওষুধ ও রসায়ন খাত : এখাতে ৩২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২৪টির বা ৮২.৭৬ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৫টির বা ১৭.২৪ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে একটিভ ফাইনের ৫ শতাংশ, গ্লোবাল হেবি ক্যামিক্যালের ৪.২৫ শতাংশ।
বিদ্যুৎ ও জ্বালানি খাত : এখাতের ২৩টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৯টির বা ৮২.৬১ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৩টির বা ১৩.৪ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ৪.৩৫ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে খুলনা পাওয়ারের ৬.১৩ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৪.২১ শতাংশ, জিবিবি পাওয়ারের ৩.৪৩ শতাংশ।
তথ্যপ্রযুক্তি খাত: এখাতের ১১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৯টির বা ৮১.৮২ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ১৮.১৮ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে বিডি কমের ২.৫৭ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ২.১৭ শতাংশ।
প্রকৌশল খাত : এখাতের ৪২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২৯টির বা ৭০.৭৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৮টির বা ১৯.৫১ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৪টির বা ৯.৭৬ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৪.২৫ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৪.০৪ শতাংশ, মুন্নু এগ্রোর ৩.৭১ শতাংশ।
আর্থিক খাত : এখাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৫টির বা ৬৮.১৮ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৬টির বা ২৭.২৭ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে ফার্স্ট ফাইন্যান্সের ৪.১৬ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৩.১৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২.৮৯ শতাংশ।
বস্ত্র খাত : এখাতের ৫৮টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৪০টির বা ৬৮.১৭শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১১টির বা ১৮.৯৭ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৭টির বা ১২.০৭ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে মেট্রো স্পিনিংয়ের ৪.১১ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ৩.৯৪ শতাংশ, মালেক স্পিনিংয়ের ৩.৬৬ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৩.৩৭ শতাংশ।
ব্যাংক খাত: এখাতে ৩২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২১টির বা ৬৫.৬৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৬টির বা ১৮.৭৫ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৫টির বা ১৫.৬৩ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে এসসিসি ব্যাংকের ১.৯৭ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১.৭৪ শতাংশ।
খাদ্য ও আনুষঙ্গিক খাত : এখাতে ২০টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১২টির বা ৬০ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৮টির বা ৪০ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে বীচ হ্যাচারির ৫.২৬ শতাংশ, ফাইন ফুডসের ৫.০২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ৪.১১ শতাংশ।