সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৪২ কোটি ৪৫ লাখ ১৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
আজ ব্লক মার্কেটে তিন কোম্পানির বড় লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সোনালী পেপারের শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৯০ লক্ষ ৬৭ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ডাচ বাংলা ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৫২ লক্ষ ৭৯ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকোর। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ৩ লক্ষ ৪৬ হাজার টাকার।
এছাড়া, এক্সিম ব্যাংকের ৪ কোটি ৭৪ লক্ষ ২৫ হাজার টাকার, কপারটেকের ৩ কোটি ৩৯ লক্ষ ৯০ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১ কোটি ৫৪ লক্ষ ৯০ হাজার টাকার, ডেল্টা লাইফের ১ কোটি ১১ লক্ষ ৬৩ হাজার টাকার, মারিকোর ৪৯ লক্ষ ৪৫ হাজার টাকার, ইস্টার্ন ব্যাংকের ৪১ লক্ষ টাকার, ওয়াটা কেমিক্যালের ৩০ লক্ষ ৫১ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২১ লক্ষ ৬০ হাজার টাকার, ফিনিক্স ফাইন্যান্সের ১৮ লক্ষ ৮৪ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৮ লক্ষ ৭৬ হাজার টাকার, লাভেলো আইসক্রিমের ১৮ লক্ষ ৩৭ হাজার টাকার, প্রগতি ইন্স্যুরেন্সের ১৬ লক্ষ ৪০ হাজার টাকার, ফরচুন সুজের ১৪ লক্ষ ৯৬ হাজার টাকার, ইস্টার্ন লুব্রিকেন্টসের ১৪ লক্ষ ২ হাজার টাকার, পদ্মা লাইফের ৮ লক্ষ ৬৮ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৮ লক্ষ ৫৪ হাজার টাকার, গ্রামীণফোনের ৭ লক্ষ ৯২ হাজার টাকার, লংকা বিডি ফাইন্যান্সের ৭ লক্ষ ৩৪ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৭ লক্ষ ২৫ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৬ লক্ষ ৪৩ হাজার টাকার, ফার্মাএইডের ৬ লক্ষ ১০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৬ লক্ষ ৬ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ৫ লক্ষ ১৭ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৫ লক্ষ ৪ হাজার টাকার, সাহাজা ব্যাংকের ৫ লক্ষ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।