সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪১টির বা ৬৪.৪৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে খান ব্রাদার্স পিপি ব্যাগের। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
আগের কার্যদিবস রোববার খান ব্রাদার্স পিপি ব্যাগের ক্লোজিং দর ছিল ১৩ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১২ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ৬.৫২ শতাংশ কমেছে। এর মাধ্যমে খান ব্রাদার্স পিপি ব্যাগ ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা পাওয়ারের ৬.১৩ শতাংশ, বীচ হ্যাচারির ৫.২৬ শতাংশ, সাভার রিফ্যাক্টরিজের ৫.০৪ শতাংশ, ফাইন ফুডসের ৫.০২ শতাংশ, একটিভ ফাইনের ৫ শতাংশ, গ্লোবাল হেবি ক্যামিক্যালের ৪.২৫ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৪.২৫ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ৪.২১ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্সের ৪.১৬ শতাংশ দর কমেছে।