পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) শেয়ারপ্রতি ২ টাকা অথবা ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে। রোববার (১৯ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৬০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের চেয়ারপারসন শাহনাজ রহমানের সভাপতিত্বে এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমানের পরিচালনায় সাধারণ সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারধারী উপস্থিত ছিলেন।
সভায় পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিটির ৩০ জুন ২০২১ সালে সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন ও আর্থিক বিবরণীসহ অন্যান্য আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।