1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

বারো খাতের শেয়ার লন্ডভন্ড

  • আপডেট সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
share-market-dse-cse

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ ডিসেম্বর) পুঁজিবাজারে বড় পতন হয়েছে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে আজ প্রায় ৮৫ পয়েন্ট। এদিন লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই থেকে এতথ্য জানা যায় ।

আজ ডিএসইর ২০ খাতের মধ্যে বারো খাতের শেয়ার দরে বড় পতন হয়েছে। আগের কয়েকদিনও পতন হওয়া খাতগুলোর মধ্যে বেশিরভাগ খাতের শেয়ার ধারাবাহিক পতনে ছিল। খাতগুলো হলো- বিদ্যুৎ ও জ্বালানি, আর্থিক, ব্যাংক, সিমেন্ট, ট্যানারী, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, বস্ত্র, ওষুধ ও রসায়ন, খাদ্য ও আনুষঙ্গিক, বিবিধ, মিউচুয়াল ফান্ড খাত।

বিদ্যুৎ ও জ্বালানি খাত : এখাতের ২৩টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২১টির বা ৯১.৩০ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ৮.৭০ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে সিভিও পেট্রোকেমিক্যালের ৪.৬৮ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ে ৩.৯৩ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ২.৩১ শতাংশ।

আর্থিক খাত : আর্থিক খাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২০টির বা ৯০.৯১ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ৯.০৯ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে জিএসপি ফাইন্যান্সের ৪.৩৮ শতাংশ, বিডি ফাইন্যান্সের ২.৮৫ শতাংশ, মাইড্যাস ফাইন্যান্সের ২.২৯ শতাংশ।

ব্যাংক খাত: এখাতে ৩২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২৮টির বা ৮৭.৫০ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ৬.২৫ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ৬.২৫ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে ওয়ান ব্যাংকের ৪.১৬ শতাংশ, এসবিএসি ব্যাংকের ৪.০২ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৪.০২ শতাংশ।

সিমেন্ট খাত: তথ্যপ্রযুক্তি খাতের ৭টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৬টির বা ৮৫.৭১ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১টির বা ১৪.২৯ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে আরামিট সিমেন্টের ৬.৯৮ শতাংশ, লাফার্জ হোলসিমের ২.২১ শতাংশ।

ট্যানারী খাত: তথ্যপ্রযুক্তি খাতের ৬টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৫টির বা ৮৩.৩৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১টির বা ১৬.৬৭ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে ফরচুন সুজের ৬.৫৩ শতাংশ, লিগ্যাসি ফুটের ৪.২৯ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ২.৩১ শতাংশ।

তথ্যপ্রযুক্তি খাত: তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৯টির বা ৮১.৮২ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ১৮.১৮ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে বিডি কমের ২.৯১ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ১.৭৮ শতাংশ।

প্রকৌশল খাত : প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৩৩টির বা ৭৮.৫৭ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৮টির বা ১৯.০৫ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ২.৩৮ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে এসএস স্টিলের ৮.৪১ শতাংশ, আজিজ পাইপসের ৫.৯৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ৪.৭৪ শতাংশ।

বস্ত্র খাত : বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৪৬টির বা ৭৭.৯৭ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৯টির বা ১৫.২৫ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৪টির বা ৬.৭৮ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে এপেক্স স্পিনিংয়ের ৫.৩৭ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৪.৫৬ শতাংশ, ফ্যামিলি টেক্সটাইলের ৪.০৮ শতাংশ।

ওষুধ ও রসায়ন খাত : এখাতে ৩২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২৩টির বা ৭৪.১৯ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৫টির বা ১৬.১৩ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৩টির বা ৯.৬৮ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে এমবি ফার্মার ৩.৭২ শতাংশ, একমি পেস্টিসাইডের ৩.১৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ২.৮১ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ২.৭৫ শতাংশ।

খাদ্য ও আনুষঙ্গিক খাত : এখাতে ২০টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৪টির বা ৭০ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৬টির বা ৩০ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে বীচ হ্যাচারির ৬.১৭ শতাংশ, এপেক্স ফুডসের ৫.৮৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৫.৬৯ শতাংশ, মেঘনা পেটের ৫.৯৬ শতাংশ।

বিবিধ খাত : এখাতে ১৪টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৯টির বা ৬৪.২৮ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৩টির বা ২১.৪২ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ১৪.২৮ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে আরামিট লিমিটেডের ৩.৮৫ শতাংশ, সেনোবাংলার ৩.৬২ শতাংশ, জিকিউ বলপেনের ৩.৫৩ শতাংশ।

মিউচুয়াল ফান্ড খাত: সেবা ও আবাসন খাতের ৩৬টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২২টির বা ৬১.১১ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১টির বা ২.৭৮ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১৩টির বা ৩৬.১১ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের ৪.৪৯ শতাংশ, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের ২.৮৯ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ২.১০ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ