দেশের পুঁজিবাজার নতুন সম্ভাবনার সামনে দা্ঁড়িয়ে। নতুন নতুন প্রোডাক্ট চালুর মাধ্যমে এই বাজারকে বড় করার চেষ্টা চলছে। কিছু দিনের মধ্যে কমোডিটি মার্কেটসহ আরও কিছু প্রোডাক্ট চালু করা হবে। এতে বাজারের বৈচিত্র্য ও গভীরতা অনেক বাড়বে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এ কথা বলেছেন।
আজ বুধবার (১৫ ডিসেম্বর)রাতে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ও ফ্যামিলি নাইট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর গুলশানে ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান ইমাম রুবেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিএমজেএফের সাধারণ সম্পাদক মনির হোসেন।