পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানির দুইটি হলো- ঢাকা ডাইং ও ইস্টার্ন লুব্রিকেন্টস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায় ।
আগামী ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় ঢাকা ডাইংয়ের পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ লভ্যাংশ দিয়েছিলো।
এদিকে ২৩ ডিসেম্বর বিকেল ৪টায় ইস্টার্ন লুব্রিকেন্টসের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ ক্যাশ লভ্যাংশ দিয়েছিলো।