সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ ডিসেম্বর) পুঁজিবাজারে ঘুরে দাঁড়িয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩০ পয়েন্টের বেশি। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ২০ খাতের মধ্যে ৪ খাতের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে।খাতগুলো হলো- বিবিধ, তথ্যপ্রযুক্তি, ওষুধ ও রসায়ন ও বিমা খাত।
বিবিধ খাতে ১৪টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৯টির বা ৬৯.২৩ শতাংশ কোম্পানির। দর কমেছে ৫টির বা ৩০.৭৭ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি বেড়েছে ব্রাদার্স পিপি ব্যাগের ৯.৫৬ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ২.৩৮ শতাংশ, জিকিউ বলপেনের ২.০২ শতাংশ।
তথ্যপ্রযুক্তি খাতে ১১টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ৫টির বা ৬৩.৬৪ শতাংশ কোম্পানির। দর কমেছে ৪টির বা ৩৬.৩৬ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি বেড়েছে আমরাটেকের ১.৭৪ শতাংশ, এডিএন টেলিকমের ১.৬৮ শতাংশ।
ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হওয়া ৩১টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ১৯টির বা ৬৩.৩৩ শতাংশ কোম্পানির। দর কমেছে ৯টির বা ৩০ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ৬.৬৭ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি বেড়েছে লিবরা ইনফিউশনের ৭.১৪ শতাংশ, একটিভ ফাইনের ৪.১০ শতাংশ, বেক্সিমকো ফার্মার ২.৪৭ শতাংশ।
বিমা খাতে ৫২টি কোম্পানির মধ্যে আজ দর বেড়েছে ২৯টির বা ৫৫.৭৬ শতাংশ কোম্পানির। দর কমেছে ২১টির বা ৪০.৩৮ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ৩.৮৪ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি বেড়েছে ডেলটা লাইফের ৩.৩৯ শতাংশ, পিপলস ইন্সুরেন্সের ৩.০৭ শতাংশ, পপুলার লাইফের ২.৮৫ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের ২.২৬ শতাংশ।