সর্বোচ্চ দরেও মিলছে না পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার। এগুলো হলো- ইস্টার্ন লুব্রিক্যান্টস, রেকিট কেনকিজার, রেনউইক যগেশ্বর ও ইউনিলিভার কনজিউমার। আজ ১৫ ডিসেম্বর বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ক্রেতা থাকলেও বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে এই চার কোম্পানির শেয়ার। স্টকনাও থেকে এই তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , আজ ইস্টার্ন লুব্রিক্যান্টসের শেয়ার দর আগের দিনের তুলনায় ১৫১ টাকা ৪০ পয়সা বা ৫ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৮০ টাকা ২০ পয়সায়। যে কারণে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে যায়। এর আগের দিন অর্থাৎ গতকাল ১৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ হাজার ২৮ টাকা ৮০ পয়সা ছিল।
আজ রেকিট কেনকিজারের শেয়ার দর আগের দিনের তুলনায় ১৫১ টাকা ৪০ পয়সা বা ৫ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৮০ টাকা ২০ পয়সায়। যে কারণে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে যায়। এর আগের দিন অর্থাৎ গতকাল ১৪ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ হাজার ২৮ টাকা ৮০ পয়সা ছিল।
আজ ডিএসইতে ইউনিলিভার কনজিউমারের দর আগের দিনের তুলনায় ২২০ টাকা ১০ পয়সা বা ৩.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২ টাকা। যে কারণে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে যায়। এর আগের দিন অর্থাৎ গতকাল ১৪ ডিসেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৫ হাজার ৮৭১ টাকা ৯০ পয়সা ছিল।
আজ রেনউইক যগেশ্বরের শেয়ার দর আগের দিনের তুলনায় ৬৬ টাকা ৮০ পয়সা বা ৬.২৫ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৬ টাকায়। যে কারণে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে যায়। এর আগের দিন অর্থাৎ গতকাল ১৪ ডিসেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১ হাজার ৬৯ টাকা ২০ পয়সা ছিল।
আজ ইউনিলিভার কনজিউমার কেয়ারের শেয়ার দর আগের দিনের তুলনায় ১৫৭ টাকা ৩০ পয়সা বা ৫ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৪ টাকা ৮০ পয়সায়। যে কারণে কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে যায়। এর আগের দিন অর্থাৎ গতকাল ১৪ ডিসেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩ হাজার ১৪৭ টাকা ৫০ পয়সা ছিল।