সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৮টির বা ২৩.৩৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ফরচুন সুজের।ডিএসই থেকে এতথ্য জানা যায়
।
আগের কার্যদিবস সোমবার ফরচুন সুজের ক্লোজিংদরছিল ৯৪ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১০৩ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৮ টাকা ৯০ পয়সা বা ৯.৪৪ শতাংশ দর বেড়েছে। এর মাধ্যমে ফরচুন সুজ ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এএমসিএল প্রাণের ৮.৪৭ শতাংশ, এপেক্স ফুটের ৮.০৩ শতাংশ, ফার্মা এইডের ৭.৪৯ শতাংশ, এপেক্স ফুডের ৭ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬.৮৬ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৬.৬২ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ৫,৮৮ শতাংশ, বাটা সুয়ের ৫.৮৭ শতাংশ এবং লিন্ডে বিডির ৫.৪১ শতাংশ দর বেড়েছে।