সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৪৯টির বা ৬৬.০৪ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের।ডিএসই থেকে এতথ্য জানা যায় ।
আগের কার্যদিবস সোমবার শ্যামপুর সুগারের ক্লোজিং দর ছিল ৯২ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮৫ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৫০ পয়সা বা ৮.০৮ শতাংশ দর কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিলবাংলা সুগারের ৭.২৬ শতাংশ, ওয়ান ব্যাংকের ৭ শতাংশ, মেঘনাপেটের ৬.৮৬ শতাংশ, জিবিবি পাওয়ারের ৬.৩৮ শতাংশ, ইনফরমেশন সার্ভিসের ৬.০৬ শতাংশ, জুট স্পিনিংয়ের ৫.৮৮ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.১২ শতাংশ, ইনটেকের ৪.২৬ শতাংশ এবং সিমটেক্সের ৪.১৯ শতাংশ দর কমেছে।