1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪১ পূর্বাহ্ন

ডিএসই ও সিএসইকে আইপিও শেয়ার ছাড়ার নির্দেশ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের দুটি স্টক এক্সচেঞ্জকে ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট অনুযায়ি আইপিও শেয়ার ছাড়ার নির্দেশ দিয়েছে।

সোমবার বিএসইসির এক সভায় দেশের উভয় স্টক্স এক্সচেঞ্জকে এই নির্দেশনা দেওয়া হয় বলে বিএসইসি থেকে জানা যায় ।

সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) আগামী বছরের ১০ জানুয়ারির মধ্যে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে তাদের ৩৫ শতাংশ শেয়ার অফলোড করার নির্দেশনা দেওয়া হয়।

ডিমিউচুয়ালাইজেশন অ্যাক্ট ২০১৩-এ নির্ধারিত লক্ষ্যগুলির অগ্রগতি পর্যালোচনা করতে এই বৈঠক ডাকা হয়েছিল।

বিএসইসি কমিশনার শামসুদ্দিন আহমেদ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘স্টক এক্সচেঞ্জগুলি সর্বশেষ নির্ধারিত সময়ে ডিমিউচুয়ালাইজেশন স্কিমের মূল উদ্দেশ্যগুলি অর্জন করতে ব্যর্থ হয়েছে, যা ২০২০ সালে শেষ হয়ে গেছে।’

তিনি বলেন, গত আট বছরে, দুই-স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশনের সুবিধা ভোগ করতে পারেনি। এমনকি, শেয়ার অফলোড ইস্যুতে কোনও অগ্রগতিও দেখাতে পারেনি।

‘আমরা তাদের ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুযায়ী তাদের আইপিও প্ল্যান জমা দেওয়ার নির্দেশ দিয়েছি’ বলে তিনি জানান।

ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের শেয়ারের চল্লিশ শতাংশ প্রতিষ্ঠানের সদস্য অ্যাকাউন্টে এবং অবশিষ্ট ৬০ শতাংশ ব্লক করা অ্যাকাউন্টে জমা দিতে হবে। ব্লক করা অ্যাকাউন্টের মধ্যে বোর্ডকে তার মোট জারি করা শেয়ারের ২৫ শতাংশ কৌশলগত শেয়ারহোল্ডারদের কাছে বিক্রি করতে হবে এবং বাকি ৩৫ শতাংশ শেয়ার আইপিওর মাধ্যমে বিক্রি করতে হবে।

এর আগে গত ১৪ মে, ২০১৮ তারিখে ডিএসই ৯৪৭ কোটি টাকায় ২৫ শতাংশ শেয়ার বিক্রি করার জন্য শেনজেন স্টক এক্সচেঞ্জ (SZSE) এবং সাংহাই স্টক এক্সচেঞ্জ (SSE) এর চীনা কনসোর্টিয়ামের সাথে একটি চুক্তি করে। কিন্তু কনসোর্টিয়ামটি এখনও বাজারের উন্নয়নে কোনো অবদান রাখতে পারেনি।

অন্যদিকে, দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ সিএসই এখনও ডিমিউচুয়ালাইজেশন স্কিমের শর্ত পূরণের কৌশলগত অংশীদার খুঁজে পায়নি। এটি আট বছর ধরে চেষ্টা করেও ২৫ শতাংশ শেয়ারের জন্য কোনও ক্রেতা খুঁজে পায়নি।

সিএসই পরিচালক এ বিষয়ে বলেন, সিএসই এর কৌশলগত বিনিয়োগকারী হওয়ার জন্য বেশ কয়েকটি দেশী এবং বিদেশী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছে।

তবে তাদের কেউ কেউ আগ্রহ দেখিয়েছেন বলে জানান তিনি। ডিমিটুলাইজেশন স্কিমের লক্ষ্য বাস্তবায়নে বিলম্বের জন্য কোভিড-১৯-কে তিনি দায়ী করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ