সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ ডিসেম্বর) শেয়ারবাজারে সব সূচকের পতন হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩৮ পয়েন্টের বেশি। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
আজ ডিএসইর ২০ খাতের মধ্যে আট খাতের শেয়ার দরে বেশি পতন হয়েছে। আগেরদিনও খাতগুলোর শেয়ারে পতনের মাতম ছিল। খাতগুলো হলো- প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, সেবা ও আবাসন, তথ্যপ্রযুক্তি, ট্যানারী, বিবিধ, ওষুধ ও রসায়ন এবং বস্ত্র খাত।
খাদ্য ও আনুষঙ্গিক খাত : খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২০টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৭টির বা ৮৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১টির বা ৫ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২ বা ১৫ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে এএমসিএল প্রাণের ৬.৯০ শতাংশ, বঙ্গজের ৬ শতাংশ, জেমিনি সী ফুডের ৫.৫৭ শতাংশ, মেঘনা পেটের ৫.৭৩ শতাংশ, ন্যাশনাল টি’র ৪.২২ শতাংশ।
তথ্যপ্রযুক্তি খাত: তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৯টির বা ৮১.৮২ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ১৮.১৮ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে ইনফরমেশন সার্ভিসের ২.০৪ শতাংশ।
ট্যানারী খাত: ট্যানারী খাতের ৫টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৫টির বা ৮৩.৩৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১টির বা ১৬.৬৭ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে এপেক্স ফুটের ৩.৩৬ শতাংশ, এপেক্স ট্যানারী ১.৩০ শতাংশ।
সেবা ও আবাসন খাত: সেবা ও আবাসন খাতের ৪টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৩টির বা ৭৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১টির বা ২৫ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে সাইফ পাওয়ারটেকের ২.২৫ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ১.১৬ শতাংশ।
প্রকৌশল খাত : প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৩৩টির বা ৭৪.৫৭ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৬ টির বা ১৪.২৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৩টির বা ৭.১৪ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে বিডি ল্যাম্পসের ৫.৯৬ শতাংশ, আজিজ পাইপসের ৫.৬৭ শতাংশ।
বিবিধ খাত : বিবিধ খাতের ১৪টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১০টির বা ৭৬.৯২ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১টির বা ৭.৬৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টি বা ১৫.৩৮ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে জিকিউ বলপেনের ৫.৭৭ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৪.০৬ শতাংশ, এসকে ট্রিমসের ৩.৭৮ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৩.৪৪ শতাংশ।
ওষুধ ও রসায়ন খাত : ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হওয়া ৩০টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২১টির বা ৭০ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৭ টির বা ২৩.৩৩ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ৬.৬৭ শতাংশ কোম্পানির। এ খাতে দর বেশি কমেছে ওয়াটা কেমিক্যালে ৫.২৩ শতাংশ, এমবি ফার্মার ৪.৯৭ শতাংশ, ফার্মা এইডের ৪.১৫ শতাংশ।
বস্ত্র খাত : বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৪২টির বা ৭২.৪১ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১১টির বা ১৮.৯৭ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৫ টির বা ৮.৬২ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে দেশ গার্মেন্টস ৮.১০ শতাংশ আনলিমা ইয়ার্নের ৫.৯৭ শতাংশ, জেনারেশন নেক্সটের ৪.৭৬ শতাংশ।