সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৩৮ পয়েন্টের বেশি। সূচকের এমন পতনেও সূচক টেনে তোলার সর্বোচ্চ চেষ্টায় ছিল ৬ কোম্পানি। এই ৬ কোম্পানির কারণে আজ সূচক ১১ পয়েন্ট কম কমেছে। অর্থাৎ এই ৬ কোম্পানি সূচকে ১১ পয়েন্ট যোগ করেছে। কোম্পানি ৬টির মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, রেকিট বেনকিজার, আইসিবি, সোনালী পেপার, পাওয়ারগ্রীড ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক লিমিটেড। আমারস্টক থেকে এই তথ্য জানা যায় ।
প্রাপ্ত তথ্য মতে , আজ ব্র্যাক ব্যাংক সবচেয়ে বেশি সূচককে টেনে তোলার চেষ্টা করেছে। ডিএসইর সূচক টেনে উঠানো চেষ্টায় আজ কোম্পানিটির ভূমিকা ছিলো ২.৮২ পয়েন্ট। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৬৫ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক বেড়েছে ২.৮২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৫৯৫৫ টাকা ৪০ পয়সায়।