সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২৬ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই থেকে এতথ্য জানা যায় ।
ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে রয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ৯৫ লক্ষ ৮৫ হাজার টাকার।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪ কোটি ৮৮ লক্ষ ৬২ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ৮৮ লক্ষ টাকার।
এছাড়া, জিএসপি ফাইন্যান্সের ২ কোটি ৪৯ লক্ষ ৯৫ হাজার টাকার, সিএনএ টেক্সটাইলের ১ কোটি ৪৬ লক্ষ ১৬ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৯৯ লক্ষ ৩৪ হাজার টাকার, সায়হাম কটনের ৬৫ লক্ষ ৬৯ হাজার টাকার, শাহজিবাজার পাওয়ারের ৫৬ লক্ষ ১১ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৪৯ লক্ষ ৯৫ হাজার টাকার, মালেক স্পিনিংয়ের ৪৬ লক্ষ ৫০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ৪৩ লক্ষ ৬৪ হাজার টাকার, নিউ লাইনের ৩৯ লক্ষ টাকার, অ্যাক্টিভ ফাইন্যান্সের ৩৭ লক্ষ ৪৪ হাজার টাকার, পেনিনসুলার ৩৬ লক্ষ টাকার, খুলনা পাওয়ারের ২৯ লক্ষ ৭০ হাজার টাকার, সাহাজালাল ইসলামী ব্যাংকের ২৯ লক্ষ ৬৪ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৮ লক্ষ ৩৬ হাজার টাকার, জিবিবি পাওয়ারের ২৬ লক্ষ ৪৬ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ২৪ লক্ষ ৭৫ হাজার টাকার, রেনাটার ২০ লক্ষ ৬১ হাজার টাকার, সালভো কেমিক্যালের ২০ লক্ষ ১৮ হাজার টাকার, পাওয়ার গ্রীডের ১৫ লক্ষ ৬৬ হাজার টাকার, অগ্রণী মিউচুয়াল ফান্ডের ১৪ লক্ষ ৮৯ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ১৪ লক্ষ ১ হাজার টাকার, পদ্মা লাইফের ১২ লক্ষ ২৫ হাজার টাকার, সিম টেক্সের ১২ লক্ষ ২৪ হাজার টাকার, প্রিমিয়ার লিজিংয়ের ১০ লক্ষ ৮০ হাজার টাকার, মন্য ফাব্রিকসের ৯ লক্ষ ৮০ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ৭ লক্ষ ৩৫ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ৭ লক্ষ ২৯ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৬ লক্ষ ৩০ হাজার টাকার, ডেল্টা লাইফের ৬ লক্ষ ১২ হাজার টাকার, রূপালী লাইফের ৬ লক্ষ ৮ হাজার টাকার, গোল্ডেন সনের ৫ লক্ষ ৬৩ হাজার টাকার, জে এম আই সিরিঞ্জের ৫ লক্ষ ৩৭ হাজার টাকার, রহিমা ফুডের ৫ লক্ষ ১২ হাজার টাকার, আরামিট সিমেন্টের ৫ লক্ষ ১০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৫ লক্ষ ৮ হাজার টাকার, ফুয়াং সিরামিকের ৫ লক্ষ ৭ হাজার টাকার, ফার্মাএইডের ৫ লক্ষ টাকার লেনদেন হয়েছে।