সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২৮টির বা ৬০.৪৭ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে দেশ গার্মেন্টসের।ডিএসই থেকে এতথ্য জানা যায় ।
আগের কার্যদিবস রোববার দেশ গার্মেন্টসের ক্লোজিং দর ছিল ১৮১ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৬৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা ৭০ পয়সা বা ৮.১০ শতাংশ দর কমেছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টস ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এএমসিএল প্রাণের ৬.৯০ শতাংশ, নর্দার্ন জুটের ৬.০৩ শতাংশ, বঙ্গজের ৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫.৯৭ শতাংশ, বিডি ল্যাম্পসের ৫.৯৬ শতাংশ, ফূ-ওয়াং সিরামিকের ৫.৮৮ শতাংশ, জিকিউ বলপেনের ৫.৭৭ শতাংশ, আজিজ পাইপসের ৫.৬৭ শতাংশ এবং জেমিনি সী ফুডের ৫.৫৭ শতাংশ দর কমেছে।