সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০১টির বা ২৬.৭৯ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে সেনাকল্যাণ ইন্সুরেন্সের। ডিএসই থেকে এতথ্য জানা যায় ।
আগের কার্যদিবস রোববার সেনাকল্যাণ ইন্সুরেন্সের ক্লোজিংদরছিল ৭৪ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮২ টাকা ২০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৪০ পয়সা বা ৯.৮৯ শতাংশ দর বেড়েছে। এর মাধ্যমে সেনাকল্যাণ ইন্সুরেন্স ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জিএসপি ফাইন্যান্সের ৬.৮৭ শতাংশ, রহিম টেক্সটাইলের ৬.০২ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৪.৯২ শতাংশ, সোনালী পেপারের ৪.৭৪ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৪.১৩ শতাংশ, একমি পেস্টিসাইডের ৩.৮০ শতাংশ, রেকিট বেনকিজারের ৩.৭৪ শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৩.১৪ শতাংশ এবং ইসলামি ফাইন্যান্সের ৩ শতাংশ দর বেড়েছে।