পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেড অনন্য নজির স্থাপন করেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার কোম্পানিটি এই নজির স্থাপন করল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার ডিএসইর ভলিউম বা টার্নওভার তালিকায় শীর্ষ স্থানে উঠেছে।
আবার ডিএসইর দরপতনের শীর্ষ তালিকায়ও কোম্পানিটির শেয়ার শীর্ষ স্থানে উঠে এসেছে। এদিন কোম্পানিটির শেয়ার লেনদেনের মধ্যভাগে সার্কিট ব্রেকারের সর্বনিম্ন দরে লেনদেন হয়ে হল্টেড হয়ে যায়। এই সময়ে কোটিরও বেশি শেয়ার বিক্রেতা হিসাবে জমায়েত হয়। লেনদেনের শেষ পর্যন্ত কোম্পানিটির শেয়ার ক্রেতা সংকটে থাকে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে এই রকম দৃশ্য কদাচিত দেখা যায়। তবে সাম্প্রতিককালে এই ধরণের নজির দেখা যায়নি।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, কিছুদিন যাবত ওয়ান ব্যাংকের শেয়ারদর ও লেনদেনে বেশ তেজিভাব দেখা দিয়েছে। প্রতিদিনই কোম্পানিটির কোটি কোটি শেয়ার লেনদেন হচ্ছে।
অন্যদিকে, কোম্পানিটির শেয়ারদরেও ছিল বেশ তেজিভাব। প্রতিদিনই কোম্পানিটির শেয়ারদর কিছু না কিছু বেড়েছে। পতনের বাজারেও কোম্পানিটির শেয়ারদর শক্তভাবে ঊর্ধ্বমুখী থাকতে দেখা গেছে। কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বলে এমনটা হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২০ অর্থবছরের জন্য কোম্পানিটি সাড়ে ১১ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। এরমধ্যে ৬ শতাংশ ক্যাশ ও সাড়ে ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৫ পয়সা।
সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬ টাকা ৫০ পয়সায়। সেই হিসাবে এর পিই রেশিও দাঁড়িয়েছে ৫.৬৫ পয়েন্টে।