সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ ডিসেম্বর) শেয়ার বাজারে সব সূচকের পতন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬৪ পয়েন্টের বেশি।
আজ ডিএসইর ২০ খাতের মধ্যে আট খাতের শেয়ার দরে বড় পতন হয়েছে। খাতগুলো হলো- আর্থিক, বিমা, বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি, সিমেন্ট, প্রকৌশল, ওষুধ ও রসায়ন এবং ব্যাংক খাত। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
আর্থিক খাত : আর্থিক খাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২১টির বা ৯৫.৪৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১টির বা ৪.৫৫ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে ফনিক্স ফাইন্যান্সের ৫.৯২ শতাংশ, ইসলামিক ফাইন্যান্সের ৪.৬৫ শতাংশ, ই্উনিয়ন ক্যাপিটালের ৪.৫৮শতাংশ।
বিমা খাত : বিমা খাতের ৫২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৪৩টির বা ৮২.৬৯ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৮টির বা ১৫.৩৮ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ৭.৬৯ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে সেনাকল্যাণ ইন্সুরেন্সের ৫.৯১শতাংশ, ডেলটা লাইফের ৪.৯৯ শতাংশ, ফিনিক্স ইন্সুরেন্সের ৪.৮৩ শতাংশ।
বস্ত্র খাত : বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৪৪টির বা ৭৫.৮৬ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১৩টির বা ২২.৪১ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ১.৭২ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে মিথুন নিটিংয়ের ৬.১৬ শতাংশ, তশরিফা ইন্ডাস্ট্রিজের ৫.৩৪ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৪.৭৭ শতাংশ।
বিদ্যুৎ ও জ্বালানি খাত : এ খাতের ২৩টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৭টির বা ৭৩.৯১ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৪টির বা ১৭.৩৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ৮.৭০ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে পাওয়ার গ্রিমের ৪.১২ শতাংশ, শাহজিবাজর পাওয়ারের ৩.১৫ শতাংশ, লুবরেফের ১.৭০ শতাংশ।
সিমেন্ট খাত: সিমেন্ট খাতের ৭টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৫টির বা ৭১.৪৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ২৮.৫৭ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে প্রিমিয়ার সিমেন্টের ২.০১ শতাংশ।
প্রকৌশল খাত : প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২৯টির বা ৬৯.০৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১৩টির বা ৩০.৯৫ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে অলিম্পিক এক্সেসরিজের ৫.৫৫ শতাংশ, এপোলো ইস্পাতের ৪.৯০ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৪.৪২ শতাংশ।
ওষুধ ও রসায়ন খাত : ষুধ ও রসায়ন খাতে লেনদেন হওয়া ৩০টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৯টির বা ৬৩.৩৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১০টির বা ৩৩.৩৩ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ৩.৩৩ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে একমি পেস্টিসাইডের ৫.৬৮ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৪.৭৬ শতাংশ, সিলভা ফার্মার ৩.০৬ শতাংশ।
ব্যাংক খাত : ব্যাংক খাতে ৩২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২০টির বা ৬২.৫০ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৪টির বা ১২.৫০ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৮টির বা ২৫ শতাংশ কোম্পানির। ব্যাংক খাতে আজ দর বেশি কমেছে ওয়ান ব্যাংকের ৯.৮৩ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৫.৬৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৩.২৪ শতাংশ।