পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) লোকসানে রয়েছে ৫টি কোম্পানি। মুনাফা বেড়েছে ১০টি কোম্পানির। আর ৩টি কোম্পানি মুনাফায় থাকলেও আগের বছরের তুলনায় কমেছে। এখাতে লেনদেন বন্ধ থাকা পিপলস লিজিংসহ ৫টি কোম্পানি এখনও আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। একটি কোম্পানির রয়েছে লেনদেন বন্ধ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায় ।
কোম্পানি ৫টির মধ্যে ৪টির লোকসান কমেছে। একটি মুনাফা থেকে লোকসানে পড়েছে।
লোকসানে থাকা ৫টি কোম্পানির মধ্যে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স, ফাস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, মাইডাস ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
ফারইস্ট ফাইন্যান্স: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭০ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৬ টাকা ০৮ পয়সা। লোকসান কমেছে ৪ টাকা ৩৮ পয়সা।
ফাস ফাইন্যান্স: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৮ টাকা ৫৪ পয়সা। লোকসান কমেছে ১ টাকা ৩৪ পয়সা।
ইন্টারন্যাশনাল লিজিং: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৭১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ১১ টাকা ৩৮ পয়সা। লোকসান কমেছে ৪ টাকা ০৭ পয়সা।
মাইডাস ফাইন্যান্স: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৭ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৩১ পয়সা। কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে ফিরেছে।
ইউনিয়ন ক্যাপিটাল: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৬৩ পয়সা। লোকসান কমেছে ৩৪ পয়সা।
আর্থিক প্রতিবেদন প্রকাশ না করা বাকি ৫ কোম্পানির মধ্যে রয়েছে ফার্স্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, উত্তরা ফাইন্যান্স, বিআইএফসি এবং লেনদেন বন্ধ থাকা পিপলস লিজিং।