1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করবে দুই কোম্পানি: এমটিবি’র সঙ্গে চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করবে ফ্লোওয়াটার সলিউশনস লিমিটেড এবং ফ্লোসোলার সলিউশনস লিমিটেড। সে লক্ষ্যে বাংলাদেশের শীর্ষ স্থানীয় মার্চেন্ট ব্যাংক এমটিবি ক্যাপিটাল লিমিটেড এর সঙ্গে সম্প্রতি উক্ত দুই কোম্পানির একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এমটিবি ক্যাপিটাল লিমিটেডের সিইও খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ এবং ফ্লোওয়াটার এবং ফ্লোসোলারের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা একে খান সংশ্লিষ্ট কোম্পানির পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ফ্লোওয়াটার এবং ফ্লো সোলার পুঁজিবাজারের মাধ্যমে তহবিল সংগ্রহ করার জন্য আগামী পাঁচ বছরে প্রবৃদ্ধি লক্ষমাত্রা অর্জনে ইচ্ছুক। এই লক্ষমাত্রা অর্জনে এমটিবি ক্যাপিটাল লিমিটেড কোম্পানিগুলোর ইস্যু ম্যানেজার এবং কর্পোরেট উপদেষ্টা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে এমটিবি ক্যাপিটাল লিমিটেডের কোম্পানি সচিব মোঃ আসাদুল ইসলাম, রিলেসানশিপ অফিসার জিএম ফজলে রাব্বী এবং ফ্লোওয়াটারের সহ-প্রতিষ্ঠাতা ও সিও ও মোঃ আহমেদ ইমতিয়াজ, ফ্লোওয়াটারের সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক (টেকনিক্যাল) তাসফিকুল খান এবং সংশ্লিষ্ট কোম্পানির উচ্চ পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফ্লোওয়াটার সলিউশন লিমিটেড বাংলাদেশের একটি নেতৃস্থানীয় পানি এবং বর্জ্যপানি ব্যবস্থাপনা কোম্পানি। এটি একটি পরিবেশগত কোম্পানি এবং একটি লাভজনক কর্পোরেট প্রতিষ্ঠান। কোম্পানিটি জুন ১, ২০১৭ তারিখে তার কার্যক্রম শুরু করে অধ্যবধি ১৫০ এর অধিক প্রজেক্ট সম্পূর্ণ করেছে এবং ৩৫টি প্রজেকট চলমান আছে। SDG লক্ষমাত্রা অর্জনে ফ্লোওয়াটার বাংলাদেশের স্থানীয় অংশীদারগণের সহিত সরাসরি পানি এবং বর্জ্যপানি ব্যবস্থাপনার সম্পূর্ণ সমাধান প্রদান করে থাকে।

ফ্লোসোলার সলিউশন লিমিটেড একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি যা বাড়ির ছাদসহ বিভিন্ন শিল্প কারখানার জন্য রুফটপ সোলার সলিউশনের কাজ করে। ২০১৯ সালে প্রতিষ্ঠিত ফ্লোসোলার পুনর্নবীকরণ যোগ্যশক্তির প্রকল্পগুলি নিয়ে কাজ করছে।ফ্লোসোলারের আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং EPC কোম্পানি এবং আর্থিক অংশীদারসহ বিভিন্ন বৈশ্বিক অংশীদারদের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ