বিদায়ী সপ্তাহে (৫-৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর শেয়ার লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৩৫ লাখ ৭২ হাজার টাকার।
কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস, রেনাটা লিমিটেড, ওয়ান ব্যাংক, বিডি ফাইন্যান্স, পাইওনিয়ার ইন্সুরেন্স, ডেলটা লাইফ ইন্সুরেন্স, ব্র্যাক ব্যাংক, সোনালী পেপার, পদ্মা লাইফ ইন্সুরেন্স এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
কোম্পানিগুলোর মধ্যে শেয়ার লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিসের ১২১ কোটি ৮ লাখ ৩৬ হাজার টাকার, রেনাটা লিমিটেডের ২৪ কোটি ৬২ লাখ ৫৩ হাজার টাকার, ওয়ান ব্যাংকের ১৪ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১৪ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকার, পাইওনিয়ার ইন্সুরেন্সের ১২ কোটি ৬৯ লাখ টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১২ কোটি ২৪ লাখ ৩৫ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ১৬ লাখ ২১ হাজার টাকার, সোনালী পেপারের ১০ কোটি ৪১ লাখ ৬৪ হাজার টাকার,পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৭ কোটি ৮৩ লাখ ৮ হাজার টাকার এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৫ কোটি ৯৫ লাখ ২৪ হাজার টাকার।