বিদায়ী সপ্তাহে (৫-৯ ডিসেম্বর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৫ হাজার ৩০৯ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট। এরমধ্যে শীর্ষ লেনদেনের তালিকায় থাকা ১০ কোম্পানির লেনদেন হয়েছে ১ হাজার ৫৭৭ কোটি ১৮ লাখ ১৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২৯.৭১ শতাংশ।
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক লিমিটেড, জিএসপি ফাইন্যান্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডেলটা লাইফ ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, সেনাকল্যাণ ইন্সুরেন্স এবং পাওয়ার গ্রিড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানা যায় ।
লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ৬৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৯৬ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯.৩৬ শতাংশ। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৯.৩৬ শতাংশ।
ওয়ান ব্যাংক লিমিটেড সাপ্তাহিক লেনদেন তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১ কোটি ৯ লাখ ৯ হাজার ৮২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৩ কোটি ৪৩ লাখ ৮৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.০২ শতাংশ।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স। কোম্পানিটির ৫ কোটি ১৯ লাখ ১৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৭ কোটি ১৫ লাখ ৭৮ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫৮ শতাংশ।
ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক সাপ্তাহিক লেনদেনের তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯ কোটি ১১ লাখ ২৫ হাজার ৫০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.৫৩ শতাংশ।
আইএফআইসি ব্যাংক সাপ্তাহিক লেনদেনের তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ১৬ লাখ ৩৭ হাজার ৭৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৬ কোটি ৭১ লাখ ৮৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.২০ শতাংশ।
ডেলটা লাইফ ইন্সুরেন্স সাপ্তাহিক লেনদেনের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫৬ লাখ ৬০ হাজার ৩০৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৫ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২.১৭ শতাংশ।
লেনদেনের তালিকার সপ্তম স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস। কোম্পনিটির ৫৮ লাখ ৩৫ হাজার ৪২১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৭ কোটি ২৮ লাখ ৮৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৮৩ শতাংশ।
ওরিয়ন ফার্মা সাপ্তাহিক লেনদেনের তালিকায় অষ্টম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮৭ লাখ ৪৪ হাজার ৩৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯১ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৭২ শতাংশ।
সেনাকল্যাণ ইন্সুরেন্স লেনদেন তালিকার নবম অবস্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ৬৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৭ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৬৫ শতাংশ।
পাওয়ার গ্রিড সাপ্তাহিক লেনদেনের তালিকায় দশম স্থানে উঠে এসেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৪১ লাখ ৮১ হাজার ২৮৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৬ কোটি ৯৮ লাখ ৩৩ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ১.৬৪ শতাংশ।