ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে সমাপনী দরের ভিত্তিতে দরপতনে শীর্ষে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড। চলতি বছরে লেনদেন শুরু করা কোম্পানিটির শেয়ারের দর গত সপ্তাহে কমেছে ৯ দশমিক ৪৯ শতাংশ।
প্রাপ্ত তথ্যমতে, ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৫৬ কোটি ৫ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার কোম্পাটির শেয়ারের সমাপনী দর ছিল ৩৩ টাকা ৪০ পয়সা। ওই দিন শেয়ারটি ৩৩ টাকা ২০ পয়সা থেকে ৩৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।
চলতি বছরে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৩৫ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৮৮ কোটি ৯৯ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩১ দশমিক ৮০, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৫৬, বিদেশী বিনিয়োগকারী ২ দশমিক ২২ শতাংশ ও বাকি ৪১ দশমিক ৪১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
এদিকে দরপতনে শীর্ষ ১০ কোম্পানির অন্যগুলো হলো ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড, আমান ফিড লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড ও ওয়ান ব্যাংক লিমিটেড।