সাপ্তাহিক লেনদেনে ইতিবাচক ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন বেড়েছে ৫ শতাংশের বেশি। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারদরও। এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক ইতিবাচক রিটার্নে আধিপত্য ছিল পাট, বস্ত্র ও তথ্যপ্রযুক্তি (আইটি) খাতের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে অধিকাংশ খাতেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি রিটার্ন এসেছে পাট খাতের, ১১ দশমিক ১ শতাংশ। এর পরেই রয়েছে বস্ত্র খাত। খাতটিতে রিটার্ন এসেছে ৬ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা আইটি খাতে রিটার্ন এসেছে ৫ দশমিক ৭ শতাংশ।
লেনদেন চিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে মোট ৫ হাজার ৩০৯ কোটি টাকার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল ৫ হাজার ৪০ কোটি টাকার মতো। এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে ২৬৯ কোটি টাকার বেশি বা ৫ দশমিক ৩৪ শতাংশ।
গত সপ্তাহে টাকার অংকে ডিএসইর গড় লেনদেনও বেড়েছে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইর গড় লেনদেন হয়েছে ১ হাজার ৬১ কোটি টাকা। যেখানে আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে গড় লেনদেন ছিল ১ হাজার ৭ কোটি টাকা। এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির গড় লেনদেন বেড়েছে প্রায় ৫৪ কোটি টাকা।
লেনদেনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে। গত সপ্তাহের শুরুতে এক্সচেঞ্জটির বাজার মূলধন ছিল ৫ লাখ ৫২ হাজার কোটি টাকার বেশি। সপ্তাহ শেষে যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার কোটি টাকায়। সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে প্রায় ৪ হাজার ৩৫০ কোটি টাকা বা দশমিক ৭৯ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৭০ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৮৪ দশমিক ৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ৬ হাজার ৯৩৬ দশমিক ২০ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩ দশমিক ৭৫ পয়েন্ট বা দশমিক ১৪ শতাংশ কমে ২ হাজার ৬৩২ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৬৩৫ দশমিক ৯৪ পয়েন্টে। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বা ১ দশমিক ১৩ শতাংশ বেড়ে ১ হাজার ৪৭৫ দশমিক ৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৪৫৮ দশমিক ৯২ পয়েন্টে।
গত সপ্তাহে ডিএসইতে ৩৮৪টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৮টির, কমেছে ৭৯টির, অপরিবর্তিত ছিল ২৩টির। আর লেনদেন হয়নি ৪টির।
খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহেও ব্যাংক খাতের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৮ শতাংশ নিয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ব্যাংক খাত। ১২ দশমিক ৫ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাত।
অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে প্রায় ২৩৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে লেনদেন ছিল প্রায় ২৪২ কোটি টাকার। গত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক শূন্য ২ শতাংশ বেড়ে ২০ হাজার ৪৬২ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২০ হাজার ২৫৪ দশমিক ৮৭ পয়েন্টে।