1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

বিদায়ী সপ্তাহে ৬ কোম্পানিতে অনাগ্রহ উভয় স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের

  • আপডেট সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

বিদায়ী সপ্তাহে উভয় স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারীদের অনাগ্রহে সাপ্তাহিক লুজার তালিকায় অবস্থান করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। কোম্পানিগুলো হলো- একমি পেস্টিসাইডস, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড, আমান ফিড, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। সংশ্লিষ্ট থেকে এ তথ্য জানা যায় ।

প্রাপ্ত তথ্য মতে , বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে একমি পেস্টিসাইডস লিমিটেড। গত সপ্তাহে ডিএসইতে প্রতিষ্ঠানটির দর কমেছে ১৬.৫৭ শতাংশ। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ৫৬ কোটি ৫ লাখ ৯৪ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ১১ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮০০ টাকা।

বিদায়ী সপ্তাহে প্রতিষ্ঠানটি সিএসইসির সপ্তাহিক লুজার তালিকার ৪ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে প্রতিষ্ঠানটির দর কমেছে ৭.২২ শতাংশ। সপ্তাহের শুরুতে প্রতিষ্ঠানটির দর ছিল ৩৬ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৩৩ টাকা ৪০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির ৭ কোটি ৯৫ লাখ ৩৮ হাজার ৬০০ টাকার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার ২ নম্বরে অবস্থান করছে ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ৮.৯৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৪৬ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সিএসইর সপ্তাহিক লুজার তালিকার ৬ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ৮.৯৯ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৮ টাকা ৮০ পয়সা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৮ টাকা ২০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পনিটির ২ লাখ ৩৬ হাজার ৫০০ টাকার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার ৩ নম্বরে অবস্থান করছে আমান ফিড লিমিটেড। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ৮.৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৬ কোটি ২৭ লাখ ২৬ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৫ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২০০ টাকা।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সিএসইর সপ্তাহিক লুজার তালিকার ৩ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ৭.৩১ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ৬১ টাকা ৫০ পয়সা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫৭ টাকা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পনিটির ২৯ লাখ ৫৬ হাজার ৭০০ টাকার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার ৪ নম্বরে অবস্থান করছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ৭.৭৯ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৩৪ কোটি ৩৭ লাখ ৪ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ৮০০ টাকা।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সিএসইর সপ্তাহিক লুজার তালিকার ৫ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ৭.১৪ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ১৫ টাকা ৪০ পয়সা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ১৪ টাকা ৩০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পনিটির ৭ লাখ ৭২ হাজার ৪০০ লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার ৫ নম্বরে অবস্থান করছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ৫.৬৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১৫ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ২৩ কোটি ৭ লাখ ১৩ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সিএসইর সপ্তাহিক লুজার তালিকার ৭ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ৬.৩৮ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ২১০ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ১৯৬ টাকা ৬০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পনিটির ২ কোটি ১০ লাখ ১২ হাজার ৯০০ টাকার লেনদেন হয়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লুজার তালিকার ৯ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর কমেছে ৪.৮৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩ কোটি ২১ লাখ ৩২ হাজার টাকা। দৈনিক গড় লেনদেন হয়েছে ৪ কোটি ৬৪ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।

বিদায়ী সপ্তাহে কোম্পানিটি সিএসইর সপ্তাহিক লুজার তালিকার ১০ নম্বরে অবস্থান করছে। গত সপ্তাহে সিএসইতে কোম্পানিটির দর কমেছে ৫.৪৩ শতাংশ। সপ্তাহের শুরুতে কোম্পানিটির দর ছিল ১৯৭ টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ১৮৬ টাকা ৩০ পয়সা। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পনিটির ৪৪ লাখ ৯৫ হাজার ৫০০ টাকার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ