1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন

অফলোড হবে রূপালী ব্যাংকের আরও ২০ শতাংশ শেয়ার

  • আপডেট সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
rupali-bank-limited

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব প্রতিষ্ঠান রূপালী ব্যাংক লিমিটেডের আরও ২০ শতাংশ অফলোড করা হবে। ১৯৮৬ সালে কোম্পানিটি শেয়ারবাজারে ১০ শতাংশ শেয়ার অফলোড করেছিল।

গত মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে শেয়ারবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটির সভায় এ বিষয়ে ইতিবাচক আলোচনা করা হয়।

কমিটির সভাপতি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব মফিজ উদ্দিন আহমদ সভায় সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, ২০১৯ সালে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে পুঁজিবাজার সংক্রান্ত অংশীজনদের সভায় যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেসব সিদ্ধান্ত বাস্তবায়নের অগগ্রতি পর্যালোচনার জন্য শেয়ারবাজার কার্যক্রম সমন্বয় ও তদারকি কমিটি গঠন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিবকে ওই কমিটির সভাপতি করা হয়। কমিটির এটি ছিল তৃতীয় সভা।

কমিটির সভাপতি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্তি সচিব মফিজ উদ্দিন আহমেদ জানান, রাষ্ট্রায়াত্ব রূপালী ব্যাংকের ১০ শতাংশ শেয়ার অফলোড করা হয়েছে। প্রতিষ্ঠানটির আরও ২০ শতাংশ শেয়ার অফলোড করার বিষয়ে সভায় ইতিবাচক আলোচনা করা হয়।

তিনি বলেন, সভায় রাষ্টায়াত্ব বাংলাদেশ ডেভেলেপমেন্ট ব্যাংক-বিডিবিএলের শেয়ার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির বিষয়েও আলোচনা করা হয়।

সভায় বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), জাতীয় রাজস্ব বোর্ড এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ