বিদায়ী সপ্তাহে (৫-৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৯টির বা ২০.৫৭ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে একমি পেস্টিসাইডের। ডিএসই থেকে এ তথ্য জানা যায় ।
আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে একমি পেস্টিসাইডের দর ছিল ৩৬ টাকা ৯০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৩ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৪৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে একমি পেস্টিসাইডের ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে ভ্যানগার্ড এএমএল মিউচুয়াল ফান্ডের ৮.৯৯ শতাংশ, আমান ফিডের ৮.৯৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের ৭.৭৯ শতাংশ, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ৫.৮৫ শতাংশ, ফরচুন সুজের ৫.১৯ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ৫.১৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৪.৮৯ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ৪.৮৩ শতাংশ এবং ওয়ান ব্যাংকের ৪.৬৯ শতাংশ।